করোনা ভাইরাস হানা দিয়েছে প্রায় প্রতিটি দেশ। তাই কম বেশি সব দেশেই মানুষ গৃহবন্দী হয়ে পড়ে আছে। বিশ্বের সবথেকে বড় লকডাউন চলছে ভারতের মাটিতে। ফলে কারখানা থেকে ই-কমার্স সবই বন্ধ হয়ে পড়ে আছে গত এক মাস ধরে। কারণ করোনা থেকে বাঁচার এক মাত্র পথ সামাজিক দূরত্ব বজায় রাখা। ফলে এক প্রকার দেশ অচল হয়ে পড়েছে বহু দিন ধরে।
এই লকডাউনের ফলে আর্থিক লেনদেন, ব্যবসা সবই প্রায় বন্ধ। ফলে সব থেকে আর্থিক মন্দার মধ্যে পড়েছে মিউচুয়াল ফান্ডগুলি। তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এক বিশেষ প্যাকেজের ঘোষণা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশে নগদের জোগান বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একটি বিবৃতির মধ্য দিয়ে রিজার্ফ ব্যাঙ্ক জানিয়েছে যে, মিউচুয়াল ফান্ডে স্পেশাল লিকুইডিটি ফেসালিটিতে আগামী ৯০ দিন পর্যন্ত রেপো রেটের কোনো পরিবর্তন হবে না।
আরও পড়ুনঃ রিলায়েন্স শুরু করলো হোয়াটসঅ্যাপ ভিত্তিক অনলাইন শপিং পোর্টাল
RBI Announces ₹ 50,000 crore Special Liquidity Facility for Mutual Funds (SLF-MF)https://t.co/Kq15TPFulr
— ReserveBankOfIndia (@RBI) April 27, 2020
রিজার্ফ ব্যাঙ্কের এই পদক্ষেপ নেওয়ার অনেকগুলি কারণ রয়েছে। কিছুদিন আগেই ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন ভারতে তাদের ৬ টি মিউচুয়াল ফাণ্ড বন্ধ করে দিয়েছে। তার ফলেই আতঙ্কের ছায়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। সেই ভয় দূর করতেই এগিয়ে এলো আরবিয়াই।
আরও পড়ুনঃ চিন থেকে ১০ টন করোনা সামগ্রী নিয়ে শহরে নামলো উড়ান