নয়াদিল্লিঃ কৃষি বিল পাশ হয়ে যাওয়ায় স্বাগত জানালেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি তিনি বিরোধী দলগুলিকেও কটাক্ষ জানালেন। তিনি বলেন, এই বিল পাশ হয়ে যাওয়ায় সত্যিকারের স্বনির্ভর হয়ে উঠবে কৃষকেরা। এর পাশাপাশি, কৃষকদের এমএসপি ও সরকারের ক্ষতিপুরণের প্রক্রিয়া চলতে থাকবে। আরও স্বনির্ভর হয়ে উঠবেন কৃষকেরা।
আরও পড়ুনঃ আগ্রার মুঘল জাদুঘরের নাম বদলে নতুন নামকরণ করা হল
তিনি ট্যুইটারে লেখেন, দেশের কৃষকদের কাছে এই কৃষি বিল পাশ হওয়া এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। এই কৃষি বিল মধ্যস্বত্বভোগী দেখে কৃষকদের সত্যিকারের মুক্তি দেবে। স্বনির্ভর করে তুলবে তাদের। লোকসভায় আজই পাশ হয় Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020 ও Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020।
लोकसभा में ऐतिहासिक कृषि सुधार विधेयकों का पारित होना देश के किसानों और कृषि क्षेत्र के लिए एक महत्वपूर्ण क्षण है। ये विधेयक सही मायने में किसानों को बिचौलियों और तमाम अवरोधों से मुक्त करेंगे। #JaiKisan
— Narendra Modi (@narendramodi) September 17, 2020
এই বিল নিয়ে শাসক দলকে আক্রমণ করছে কংগ্রেস। বলেছে, এতে কৃষকদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন যে, কৃষকদের মিনিমান সাপোর্ট তুলে দেওয়ার পথে সরকারের এটা প্রথম পদক্ষেপ। এর উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, অনেকেই চেষ্টা করছে কৃষকদের মনে একটা সংশয় সৃষ্টি করতে। সেইজন্য আমি কৃষকদের ও কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের অনুরোধ করবো লোকসভায় এই বিল নিয়ে কি আলোচনা হবে, সেটির দিকে নজর দিতে।
আরও পড়ুনঃ আবার বিশ্বমঞ্চে এক নতুন সাফল্য ভারতের, ব্যর্থ হল চিন