Sherlyn Chopra

উষ্ণ অবতারে শার্লিন চোপড়া, দেখুন সেই ভাইরাল ভিডিও

বলিউডে এক সময় বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছিলেন শার্লিন। তার পর আর সেই ভাবে তাঁকে দেখা যায়নি হিন্দি সিনেমাতে। তবে ভক্তদের জন্য তিনি ভিষন অ্যাকটিভ থাকেন সোশাল মিডিয়াতে। ভক্তদের মাঝে ঝড় তোলেন উন্মুক্ত পোষাকের ভিডিও ও ছবিতে।

কখনও বিকিনিতে আসেন, আবার কখনও লো নেক টপে। এই ভাবে নিজের ভক্তের মাঝে রয়েছেন তিনি। প্রতিটি ছবি ও ভিডিও পাওয়ার জন্য ভক্তরা অপেক্ষায় থাকেন। আর ফ্যান দের কথা ভেবেই এই নতুন ভিডিও শেয়ার করলেন শার্লিন।

আরও পড়ুনঃ এ বছরে বাজারে করোনা টিকা আসছেনা, জানালো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক

সাড়া ফেলে দেওয়া এই ভিডিওতে শার্লিনকে দেখা যায় মোটর বাইকে স্বল্প পোশাকে বসে আছেন। ভিডিও আশা মাত্রই ভাইরাল হয়েছে ভিডিও।

আরও পড়ুনঃ সুইমিং সুটে সানি লিওনি সঙ্গে বহু দিনের প্রিয় বন্ধু, দেখুন সেই ছবি

Leave a Reply