ইসলামিক ধর্মগুরু জাকির নায়েকের উপর বেআইনিভাবে টাকা আদায়, উস্কানিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে ঢাকায় বোমা বিস্ফোরণে নাম জড়িয়েছিল তাঁর। পরে বিস্ফোরণে জড়িত স্বীকার করেছিল একজন, সে জাকির নায়েকের প্ররোচনায় বিস্ফোরণ ঘটিয়েছিল।
নিজেকে ইসলামিক গুরু বলে প্রচার করেন তিনি, সেই জাকির নায়েক তিন বছর ধরে গা ঢাকা দিয়েছে মালয়েশিয়ায়। এবার সেই জাকির নায়েক বিতর্কিত মন্তব্য করছে সেখান থেকেই।
তিনি বলেছে, একমাত্র মুসলিমরাই জন্নতে যাবে। অ-মুসলিমদের নরকে ঠাঁই হবে নরকে।এমনকী যেসব অ-মুসলিমরা মুসলিমদের ব্যাপারে ভালো চিন্তাভাবনা করে তারাও জন্নতে যাবেনা।
আরও পড়ুনঃ এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের
জাকির নায়েককে দেশে প্রত্যাপর্নের জন্য কেন্দ্রীয় সরকার কথা বলছে মালয়েশিয়া সরকারের সঙ্গে। জাকির নায়েককে থাকার অনুমতি দেয়নি কানাডা ও ব্রিটেন। মালয়েশিয়ার সরকার থাকার অনুমতি দেয় জাকির নায়েককে।
এর আগে বহুবার তিনি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছে। বহুবার তিনি সাম্পদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে। এবার সেই ইসলামিক ধর্মগুরু বলেছে, হিন্দুদের মূর্তি পুজোর রীতি অপরাধ।
আরও পড়ুনঃ হিন্দু ধর্ম সম্পর্কে ২০ টি আশ্চর্যজনক তথ্য যা বেশিরভাগ হিন্দুই সম্ভবত জানেন না