Mouni Roy in Bikini

বিকিনিতে মৌনি রায়, উষ্ণতা ছড়াল ভক্তদের মনে

মৌনি রায়ের রুপে কে না মুদ্ধ। আট থেকে আশি সবাই তাঁর শরীরী ভাঁজে জ্ঞান হারান। সেই মৌনিকে দেখা গেল বিকিনিতে। সুইমিং পুলের ধারেই বসে ছিলেন তিনি। সেই ছবি শেয়ার করে ভক্তদের মাঝে উষ্ণতা ছড়ালেন তিনি।

জীবনের শুরু মেগা সিরিয়াল থেকে তার পর হিন্দি গানে আইটেম গানেও দেখা গেছে তাঁকে। এই ভাবে তিনি বলিউডের সিনেমাতেও নায়িকা হিসাবে কাজ করেছেন। ফলে সময়ে সময়ে দেশ ও বিদেশে বেড়েছে ভক্তদের সংখ্যা।

আরও পড়ুনঃ উষ্ণ অবতারে শার্লিন চোপড়া, দেখুন সেই ভাইরাল ভিডিও

শরীরী ভাঁজে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিভিন্ন ভাবে ছবি তুলে ভক্তদের মনে উষ্ণতা জাগিয়ে দেওয়ার দৌড়ে মৌনিও কিছু কম যায় না।

আরও পড়ুনঃ সুইমিং সুটে সানি লিওনি সঙ্গে বহু দিনের প্রিয় বন্ধু, দেখুন সেই ছবি

Leave a Reply