Covaxin trial

কোভ্যাক্সিন-এর হিউম্যান ট্রায়াল শুরু, কোথায় হচ্ছে এই ট্রায়াল!

আজ থেকে শুরু হচ্ছে ভারতের তৈরী করোনা প্রতিষেধক এর মানবদেহে ট্রায়াল। এই ট্রায়াল শুরু হচ্ছে দিল্লির এইমস-এ। নাম নথিভুক্ত করা শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন। কোভ্যাক্সিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ICMR এইমস সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে হিউম্যান ট্রায়াল-এর জন্য।

এই ভ্যাকসিন প্রথম ৩৭৫ জনের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এর মধ্যে এইমস থেকে ১০০ জন থাকতে পারেন। এইমস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক চিকিৎসা সঞ্জয় রায় জানান, যারা করোনা আক্রান্ত হননি, যাদের শরীরে কোনোরকম অসুস্থতা নেই ও যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে তাদের শরীরেই এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

আরও পড়ুনঃ ৩ মাস ধরে লাখ লাখ করোনা টিকা তৈরী হবে, জানালো সেরাম ইন্সটিটিউট

ভারত বায়োটেক ও ICMR-এর যৌথ উদ্যোগে তৈরী করা হচ্ছে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কিছুদিন আগেই কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি দেয়।

আরও পড়ুনঃ সোনার মাস্ক পরলেন কটকের এক ব্যবসায়ী, ভাইরাল সেই ছবি

Leave a Reply