militants enter from Kashmir

কাশ্মীর থেকে ৪-৫ জঙ্গি ঢুকেছে, জঙ্গি হানার সতর্কতা দিল্লিতে

ভারত ও চিন সেনা সংঘর্ষের জেরে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লিতে এবার জঙ্গি হানার সতর্কতা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী জানানো হয়েছে, ৪-৫ জন জঙ্গি হামলা চালাতে জম্মু-কাশ্মীর থেকে রাজধানী দিল্লিতে ঢুকেছে। ঢোকার চেষ্টা চালাচ্ছে আরও কয়েকজন।

এই তথ্য পেয়ে যাওয়ার পরেই দিল্লিতে জারি হয়েছে কড়া সতর্কতা। গোয়েন্দারা শহরের সমস্ত হোটেল, লজে তল্লাশি চালাচ্ছেন। শহরের সমস্ত বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজারে সতর্কতা জারি করা হয়েছে। রাজধানীতে ঢোকার ও বেরোনোর সমস্ত পথেই চলছে নাকা চেকিং। গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছে গাড়ি থামিয়ে। কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুনঃ দেশে আক্রান্ত ছাড়ালো সওয়া চার লক্ষ, মৃত আরও ৪৪৫ জন

বিভিন্ন সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছে, জম্মু-কাশ্মীর থেকে সড়ক পথে জঙ্গিরা দিল্লিতে ঢুকছে। গোয়েন্দাদের মতে বাস, ট্যাক্সি বা ট্রাকে করে ঢুকতে পারে জঙ্গি। দিল্লির পুলিশ সূত্রে খবর, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে সতর্ক করা হয়েছে বিশেষভাবে। চূড়ান্ত সতর্কতা পাঠানো হয়েছে রাজ্যের ১৫টি পুলিশ জেলাতেই।

আরও পড়ুনঃ করোনার ওষুধ তৈরী হয়েগেছে, দাবি সংস্থার

Leave a Reply