রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলে আগুন লাগে। এই আগুনকে কেন্দ্র করে সেখানে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হোটেল স্বর্ণ প্যালেসে।
এই হোটেলটিকে বেশ কিছু দিন আগে কোভিড সেন্টার করা হয়েছিল। কারণ অনেক মানুষ এই হোটেলে করোনাতে আক্রান্ত হয়েছিল। আগুন লাগার ফলে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার কার্জে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর, উদ্ধার করা ব্যক্তিদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
A major fire broke out at a hotel, which is being served as a coronavirus facility, in Andhra Pradesh’s #Vijayawada
— Tejashvi Kesharwani (@Tejashvi26) August 9, 2020
Unfortunately 7 people died 😔, 30 rescued.
This year is getting worse day by day.! #Vijayawada pic.twitter.com/376nizKOXJ
আর পড়ুনঃ পেঁয়াজের সাথে হাজির আর এক বিপদ! হুহু করে ছড়াচ্ছে নতুন এই সংক্রমন
আগুন লাগার করনে সেখানে বহু মানুষ আটকে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এক হাসপাতাল কর্তৃপক্ষ এই হোটেলটিকে ভাড়া করে কোভিড সেন্টার করে ছিল। তার কারনেই এখানে বহু মানুষের চিকিৎসা চলছিল।
এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করেন। তিনি মানুষের সুস্থ কামনা করেন।
Anguished by the fire at a Covid Centre in Vijayawada. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover as soon as possible. Discussed the prevailing situation with AP CM @ysjagan Ji and assured all possible support.
— Narendra Modi (@narendramodi) August 9, 2020
আরও পড়ুনঃ দুঃসংবাদ বলিউডে! শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত