Viral Social Media Video

টিকটকে ভিডিও বানাতে গিয়ে তরুনি খেলেন কুকুরের কামড়, ভিডিও ভাইরাল

টিকটক মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে যেখানেই সুযোগ পায় সেখানেই ভিডিও বানাতে শুরু করে দেয় টিকটকাররা। তার ফলে বহু তরুন-তরুণীর জীবন গেছে অকালে। মানুষ সেই তথ্য জানে তবুও, জীবনের ঝুকি নেয় মানুষ।

তার উপরে ভারত-চিন সম্পর্ক ভালো না থাকায় ভারতের মানুষ চিনা অ্যাপ ব্যবহার করা পছন্দ করছে না। ফলে বহু মানুষ চিনা অ্যাপ ফোন থেকে ডিলিট করে ফেলছে। এরই মাঝে নেট ব্যবহারকারীদের চখে এল এক টিকটক ভিডিও। যেখানে এক তরুণীকে কুকুরে কামড়তে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ গাড়ির ভিতরে যৌন সঙ্গম, রাষ্ট্র সংঘের আধিকারিকের ভিডিও ভাইরাল

তরুণী সেই সময় টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিল। সেই সময় কিছু ব্যবধানে উপস্থিত থাকা এক কুকুর এসে কামড় দেয় তরুণীর পায়ে। সেই সময় ওই তরুণী “যারা যারা টাচমি” গানে টিকটক ভিডিও বানাচ্ছিল।

কুকুরের কামড় জোড়ালো না থাকলেও তরুণীকে ইনজেকশন নিতে হয়।

আরও পড়ুনঃ সুশান্ত কি বেঁচে ছিলেন, হাতের আঙুল নড়তে দেখা যায় ভিডিওতে

Leave a Reply