Jio ভারতকে 2G মুক্ত করবে, ঘোষণা করলো মুকেশ আম্বানি

মুম্বইঃ আগামী বছরেই 5G লঞ্চ করতে প্রস্তুত রিলয়েন্স জিও। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করলেন। এর সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা Google-এর সাথে যৌথভাবে সস্তায় 4G ও 5G স্মার্টফোন তৈরী করবে জিও জানালেন তিনি। মুকেশ আম্বানির কথায় এটাই ধরা যায় Jio-Google যৌথভাবে ভারতকে 2G মুক্ত করতে চায়।

আরও পড়ুনঃ GOOGLE এর বড় ঘোষণা! ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, জানালেন পিচাই

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান বলেন যে, 5G যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। ভারতের ৩৫ কোটি মানুষ এখনও 2G ফোন ব্যবহার করেন। তাঁদের তো সস্তায় স্মার্টফোন দিতে হবে। Google ও Jio একসাথে মিলে একটি ভ্যালু ইঞ্জিনিয়ার্ড অপারেটিং সিস্টেমের এন্ট্রি-লেভেল 4G/5G স্মার্টফোন তৈরী করবে। Jio ও Google এক হয়ে ভারতকে 2G মুক্ত করতে বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ রেকর্ড গড়ল ভারত, এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা হল

Leave a Reply